সোমবারের রাশিফল, তারিখ- ১৫/০৪/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
উদার মানসিকতার জন্য কর্মস্থানে বিপদ আসতে পারে। দেরিতে হলেও দক্ষতার সুফল পেতে পারেন। ব্যবসায় উন্নতি।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম, বিবাহে শুভ যোগাযোগ আসতে পারে। স্নায়বিক রোগ বৃদ্ধি পেতে পারে। শত্রুর সঙ্গে আইনি মোকাবিলা।
মিথুন: (২২মে – ২১ জুন)
বিলাসিতার জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ। স্ত্রীর উপর রাগের কারণে কর্মে ক্ষতি হতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পেটের সমস্যার কারণে কর্মে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে শুভ সুযোগ আসতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ভাল সুযোগ আসতে পারে। প্রেম যোগ শুভ। অর্থচাপ বৃদ্ধি পেতে পারে। আর্থিক যোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোনো কাজে মানসিক কষ্ট বাড়তে পারে। হঠকারী কাজের জন্য কোনও মানহানির সম্ভাবনা। পাওনা অর্থ পেতে পারেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অপ্রত্যাশিত ভাবে সমস্যার সমাধান। অর্থের প্রতি দুর্বলতা সমস্যা বাড়তে পারে। দাম্পত্যে শান্তি।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অর্থ নিয়ে বিবাদ বাধতে পারে। বাড়তি কোনো আয়ের সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের জন্য মানসিক প্রসন্নতা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মস্থানে উদ্বেগ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ভাল সুযোগ আসতে পারে। পায়ের যন্ত্রণা বৃদ্ধি পাবে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পারিবারিক বিবাদে প্রতিবেশী সুযোগ নিতে পারে। প্রেমের সমস্যা বৃদ্ধি। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দামি জিনিষ বা অর্থ নষ্ট হতে পারে। পরিবারে অশান্তির কারণে মানসিক স্থিত ঠিক থাকবে না। প্রেম যোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অর্থ লাভের দিক দিয়ে দিনটি ভাল হতে পারে। তবে শত্রুর কারণে ভয় বাড়তে পারে। গবেষণায় সাফল্য।