গাজীপুর জেলা বিএনপির সভাপতি মিলন, সম্পাদক হান্নান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন ও শাহ রিয়াজুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনে ৭৮০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে শহরের একটি কনভেনশন হলে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব সোহরাব উদ্দিন, জেলা বিএনপি নেতা মজিবুর রহমান, হুমায়ূন কবীর মাস্টার, শাহজাহান ফকির, শাহ রিয়াজুল হান্নান, ভিপি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট কাজী খান, জয়নাল আবেদীন রিজভী, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা প্রমুখ।