কর্কট উৎকোচ দেবেন না, কন্যার আর্থিক ক্ষতি
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে জাতকের ব্যবসার ক্ষেত্রে শুভফল লাভ হবে। তবে অতি লাভের আশায় ভেজাল পরিহার করুন।
বৃষ : এ সপ্তাহে সন্তানের কারণে অথবা দুর্ঘটনার কারণে প্রভূত ক্ষতি হতে পারে। যানবাহনে ভ্রমণ করার সময় সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। মিথুন : সপ্তমপতির চতুর্থস্থানে অবস্থানের ফলে জাতকের সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। প্রবাসী নিকট কোনো আত্মীয়ের সাহায্য পেতে পারেন।
কর্কট : ভৃগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহটা আপনার বিপরীত লিঙ্গের সাহায্যে জমির দলিল ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে। তবে উৎকোচ দেবেন না।
সিংহ : জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে স্থানীয় বাজারে লোকসান হতে পারে।
কন্যা : বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ সপ্তাহে কোনো প্রকার শঠতা থেকে বিরত থাকবেন। ব্যবসায়িক লেনদেনে আর্থিক ক্ষতির যোগ রয়েছে।
তুলা : মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো নিকট আত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। চারিত্রিক বিষয়ে কালিমা লেপনের সমূহ সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় লিঙ্গভেদ নির্বিশেষে এ সপ্তাহটা গুরুত্ব বহন করবে। সামাজিক অস্থিরতা প্রবলরূপে জাতককে নাড়া দেবে।
ধনু : যোটক বিচারে নির্ণয় হয় যে অসুস্থ জাতকের শারীরিক অবস্থা ভালো হবে। হাঁস-মুরগি বা মৎস্য ব্যবসায়ে নিয়োগ করলে প্রচুর লাভবান হবেন।
মকর : নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মাঝে মতান্তর দেখা দেবে। অযথা বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন না। উভয় সংসারের সম্মানিত প্রবীণের পরামর্শ নিন।
কুম্ভ : কালপুরুষ নক্ষত্রের প্রভাবে জাতকের পত্নীর বন্ধ্যত্ব নিরসনের যোগ রয়েছে। প্রয়োজনে পত্নীর ফেলোপাইন টিউবের পরীক্ষা করতে পারেন।
মীন : শনিগ্রহের ফেরে কেতুর মহাদশার ফলে, মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। অনূঢ়ারা জন্মনিরোধক ছাড়া দৈহিক মিলন থেকে বিরত থাকুন।