পূবাইলে কভার্ডভ্যান চাপায় এক মুহুরি নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-মীরেরবাজার সড়কে পূবাইলের মাজুখান এলাকায় কভার্ডভ্যান চাপায় আমজাদ হোসেন মোল্লা (৪৫) নামে এক মুহুরি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন মোল্লা বসুগাঁও এলাকার নূরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর আদালতে মুহুরি হিসেবে কাজ করতেন।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির বলেন, আমজাদ হোসেন মীরেরবাজার থেকে ইজিবাইকে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথে ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমজাদ রাস্তায় পড়ে যান। তখন টঙ্গীগামী একটি কভার্ডভ্যান আমজাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।