কালীগঞ্জে এক শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে একত্রে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। ইমান আলী ওই এলাকার মানিক মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় ঘরের আড়ার (ধরনা) সঙ্গে দু’জনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে। পরে থানায় খবর দেয়া হয়।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।