ভার্চুয়াল অ্যাসেট-মুদ্রা-বিটকয়েন কেনাবেচায় নিষেধাজ্ঞা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভার্চুয়াল এসেট, ভার্চুয়াল মুদ্রা, বিটকয়েন কেনা-বেচা করা যাবেনা। এ ধরনের যেকোনো লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক সারোয়ার হোসাইনের সই করা প্রজ্ঞাপন বলা হয়েছে, ভার্চুয়াল অ্যাসেট, ভার্চুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। এ ধরনের লেনদেনের আইনগত ভিত্তি না থাকায় রফতানি আয়ের মাধ্যমেও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এ ধরনের লেনদেন না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে।