কালীগঞ্জে রেললাইনের পাশে মিললো মৃত মানবভ্রূণ!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে রেললাইনের পাশে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকা অনুমানিক চার মাস বয়সি একটি মৃত মানবভ্রূণ (গর্ভস্থ অপূর্ণ সন্তান) উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে বালীগাঁও এলাকায় থাকা নাভানা পাইপ এন্ড প্লাস্টিক কারখানা সংলগ্ন রেল সড়কের পাশ থেকে মানবভ্রূণটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় থাকা নাভানা পাইপ এন্ড প্লাস্টিক কারখানা সংলগ্ন টঙ্গী-ভৈরব রেল সড়কের উত্তর দিকের রেললাইন পাশে কাপড় দিয়ে মোড়ানো একটি মানবভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মৃত মানবভ্রূণটি উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, কালীগঞ্জ থানা পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের জানায়। পরে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মৃত ভ্রূণটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মৃত ভ্রূণটি কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রেললাইনের পাশে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ভ্রূণটির বয়স গর্ভস্থ অবস্থায় চার মাস হয়েছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।