কাপাসিয়ায় ছুরিকাঘাতে এক প্রবাসীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : কাপাসিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোবারক হোসেন (৪০) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন। আহতরা হলেন নিহতের ভাই মো. আলম, বোন খালেদা (৩০) এবং প্রতিপক্ষ আব্দুল লতিফ (৭৫), তার দুই ছেলে হাদিউল ইসলাম (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, প্রতিবেশী হাদিউলদের সঙ্গে মোবারকদের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। হাদিউলদের ঝাড়ের বাঁশ মোবারকের বাড়ির ওপর গিয়ে পড়লে মোবারক বাঁশ কেটে নিতে বলেন। কিন্তু প্রতিবেশী হাদিউল তা করেননি। শনিবার সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। হাদিউল সংঘর্ষের এক পর্যায়ে মোবারককে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে মোবারকের ভাই আলম ও বোন খালেদা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আব্দুল লতিফ এবং তার দুই ছেলে হাদিউল ও রফিকুল পুলিশ প্রহরায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সিংহশ্রী ইউপি সদস্য হাদিউল ইসলাম বলেন, শনিবার সকালে মোবারকের সঙ্গে প্রতিবেশী আব্দুল লতিফদের বাকবিতণ্ডা হয়। হাদিউল এক পর্যায়ে মোবারককে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে আশপাশের লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button