কালীগঞ্জে অজ্ঞাত প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জামালপুরে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপায় সাদিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে জামালপুর-চান্দের বাগ সড়কের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাদিয়া আক্তার জামালপুর নগরপাড়া এলাকার আবদুল্লাহ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরপাড়া ফারুকিয়া ইসলাম মাদ্রাসা সংলগ্ন এলাকায় জামালপুর-চান্দের বাগ সড়ক ঘেঁষে আবদুল্লাহ মিয়ার বাড়ি। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাহর শিশু মেয়ে সাদিয়া হঠাৎ করে বাড়ি থেকে সড়কে চলে যায়। সে সময় অজ্ঞাত দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সাদিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, দুর্ঘটনার পর শিশু সাদিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।