বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হবে ২০২৩ সালের আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করার কথা রয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে।

ইপিবি সূত্রে জানা গিয়েছে,এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে। এরইমধ্যে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

এর আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। তবে গত বছরই রাজধানীর শেরে বাংলা নগর থেকে সরিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়। এখন থেকে প্রতিবছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button