গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানকে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম.সাইফুর রহমানকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব রেহানা আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম.সাইফুর রহমানকে (১৬৭১৪) অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য: (বিসিএস) ২৯তম ব্যাচের কর্মকর্তা এস.এম.সাইফুর রহমান ২০২২ সালের ১১ মে গাজীপুরে যোগদান করেন। এরপর তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সার্বিক শাখার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সালের ৬ জুন থেকে তিনি রাজস্ব শাখার দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।