নোয়াখালীতে ‘তথ্য গোপন করে ফেঁসে যাচ্ছেন’ মার্কিন নাগরিক!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলীর। কিন্তু তিনি মার্কিন নাগরিকত্বের বিষয়টি গোপন করে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ কামাল পারভেজ।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বিদেশি নাগরিকত্ব নিয়ে বিদ্যালয়ের সভাপতি হওয়ায় আইয়ুব আলীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। পরবর্তী কার্যক্রম উনারাই পরিচালনা করবেন।

গত ৬ জুন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর করা শোকজের চিঠি আমাদের সময়’র হাতে এসেছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মো. আইয়ুব আলী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ গ্রহণ করেছেন। বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর ১১(খ) অনুযায়ী অনুরূপ কোনো ব্যক্তি কমিটির সদস্য হওয়া বা থাকার ক্ষেত্রে অযোগ্য। এমতাবস্থায় উল্লেখিত কারণের কেন তার সভাপতি পদ বাতিল করা হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।

এ বিষয়ে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেনকে ফোন দিলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রবিধানমালায় দ্বৈত নাগরিকের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। শিক্ষাবোর্ড ভুল ব্যাখ্যায় এ চিঠি পাঠিয়েছে। আমি নোটিশের জবাব দিয়েছি। আশা করি ভুল বুঝাবুঝির অপসারণ হবে।’

তবে বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রবিধানমালার ১১(খ) অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, ‘যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব হারান কিংবা কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হইবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button