চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা গোল লিওনেল মেসির

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : সমর্থকদের ভোটে চ্যাম্পিয়নস লিগে ২০২২-২৩ মৌসুমের সেরা গোল নির্বাচিত হয়েছে লিওনেল মেসির করা বেনফিকার বিপক্ষে গোলটি।
২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়।
পিএসজির সাবেক এই ফরোয়ার্ডের পরপরই আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড।
তবে বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা গোল ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের।
গত মৌসুমে পিএসজি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়। মেসি যে গোলের জন্য সেরার স্বীকৃতি পেলেন, সেটি এসেছিল বেনফিকার বিপক্ষে। গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে করা গোলটাতে ভূমিকা ছিল নেইমার-এমবাপ্পেরও।
বেনফিকার বক্সের সামনে প্রথমে মেসি বল বাড়ান কিলিয়ান এমবাপ্পেকে। সেখান থেকে নেইমার হয়ে আবার বল পান মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দুর্দান্ত বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন।
মেসিকে আগামী মৌসুম থেকে আর চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না। পিএসজির সঙ্গে চুক্তি শেষে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি।