উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, গাজীপুরের সাবেক ছাত্রদল নেতা আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : উত্তরায় পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

রোববার (০৫ নভেম্বর) সকালে হাউস বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় উত্তরা পশ্চিম থানার পুলিশ।

পুলিশের আহত সদস্যদের মধ্যে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলী রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ বলছে, ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মোহাম্মদ হাসানকে আটক করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় হাসানকে হাতেনাতে ধরা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার সকাল ছয়টা থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হবে।

দ্বিতীয় দফার এই অবরোধ শুরুর আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে।

বিএনপিসহ বিরোধীদের ডাকা প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button