ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘কালীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি’র সভাপতি আইয়ুব, সম্পাদক মেরাজ

নিজস্ব সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালীগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন “কালীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি”র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আইয়ুব মোড়লকে সভাপতি এবং মেরাজ হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে৷

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সদ্য সাবেক সভাপতি নাঈম আকন্দ ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়েছে৷

আগামী ১ বছরের জন্য তাঁদের মনোনীত করা হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আইয়ুব মোড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে অধ্যায়নরত। তিনি ২০১৯ সালে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ২০১৭ সালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর খৈকড়া গ্রামে।

সাধারণ সম্পাদক মেরাজ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের চতুর্থ বর্ষে অধ্যায়নরত। তিনি ২০১৯ সালে ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং ২০১৭ সালে বালীগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁর বাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের বালীগাঁও এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button