কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে মোবাইল কোর্টের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার রায়েদে মোবাইল কোর্ট পরিচালনার করে দু’টি পোল্ট্রি ফার্মের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে অন্যান্য পোল্ট্রি খামারিকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনার সময় দেখা যায় পোল্ট্রি ফার্মে খামারিরা কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই ইচ্ছে মত এন্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে এবং মুরগির বিষ্ঠা অব্যবস্থাপনার কারণে ২জন পোল্ট্রি খামারিকে পশু রোগ আইন ২০০৫ এর ২০ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়েছে এবং অন্যান্য পোল্ট্রি খামারিকে সতর্ক করা হয়।
আরো জানতে…..
কাপাসিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার মেশিন পুড়িয়েছে প্রশাসন
কাপাসিয়ার রাওনাটে ‘পশু খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে’ মোবাইল কোর্ট