কালীগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদাবাজির দায়ে একজনকে কারাদণ্ড এবং টায়ার ফ্যাক্টরিকে জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে চাঁদাবাজি দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড প্রদান এবং একটি টায়ার ফ্যাক্টরি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলাম ও কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিকের তত্ত্বাবধায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে চাঁদাবাজি দায়ে দন্ডবিধি, ১৮৬০ অনুসারে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার দায়ে তুমুলিয়ায় ইউনিয়নের একটি টায়ার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ওই ফ্যাক্টরি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং উৎপাদন আপাতত বন্ধ রেখে শর্ত প্রতিপালন এর নিমিত্ত প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে।
আরো জানতে……
‘প্রাণ ফ্রুটো ম্যাংগ ড্রিংক’ পরীক্ষাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: এক লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়
কালীগঞ্জে অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করেছে উপজেলা প্রশাসন
কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়