সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হচ্ছে। তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান।

পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। শাহ আলম পলাতকের ঘটনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থানা পুলিশ। শুক্রবার তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে নেওয়া হয় থানার ওসির কক্ষে। সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

Related Articles

Back to top button