
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বরিশালের গৌরনদীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক শিবির নেতা ও এক প্রবাসীর স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আটক মানুল ইসলাম পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঘটনাস্থল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে মামলা করেছি।’
এ বিষয় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপে ঘটনায় জড়িত থাকার অপরাধে আটকদের আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।