পুলিশ নিয়োগে এমপির সুপারিশ, চিঠি ভাইরাল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশ কনস্টেবল পদে নিজ ১১ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছেন আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন (বিএইচ হারুন)। তিনি এই সুপারিশ নিজস্ব প্যাডে লিখিত আকারে করেন, যা নিয়ে ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পুলিশ সুপার বরাবর করা বিএইচ হারুন কর্তৃক স্বাক্ষরিত ওই সুপারিশপত্রটি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। তিনি ঝালকাঠি পুলিশ সুপারকে শনিবার (২২ জুন) এই সুপারিশ করেন আর নিয়োগ পরীক্ষা হয় সোমবার (২৪ জুন)।
এইচপি হারুন তার সুপারিশ করা ওই প্যাডে উল্লেখ করেন, ‘ঝালকাঠি জেলার পুলিশ বিভাগে আপনার অধীনে পুলিশ কনস্টেবল (পুরুষ এবং মহিলা) পদে কিছুসংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আমার নির্বাচনী এলাকার (রাজাপুর-কাঠালিয়া) তালিকা দেয়া হলো। নিম্নলিখিত প্রার্থীদেরকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হলো।’
সুপারিশ করা ওই টিঠিতে রাজাপুর উপজেলার নয়জন ও কাঁঠালিয়া উপজেলার দুজনসহ মোট ১১ জনকে সুপারিশ করেন তিনি। এছাড়াও তালিকায় উল্লেখ করা দু’জনকে বিশেষভাবে টিক র্মাক করে দেয়া হয়। ওই ১১ জনের মধ্যে সাতজন তার নিজ এলাকা বাকিরা গালুয়া ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে সাংসদ বিএইচ হারুন বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি সুপারিশ করতেই পারি। আমার কাছে যে আসে তাকেই আমি ডিও লেটার দিই, যাতে সে চাকরি পায়। এক্ষেত্রে আমি কারো কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নিয়েছি কিনা সেটি দেখার বিষয়। এটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।’