লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় তিন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই সংঘর্ষে ৭ লেবানিজ নাগরিক নিহত এবং আরও ৫২ জন আহত হন। এছাড়া রাতভর দুই দেশের সৈন্যদের সংঘর্ষে সিরিয়ার সীমান্ত এলাকা থেকে সেখানকার বাসিন্দারা হারমেল অঞ্চলে পালিয়ে যায়।
গত এক মাস ধরেই সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের সমর্থক সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছে।
লেবাননের রাষ্ট্রপতি জোসেফ খলিল সোমবার ( ১৭ মার্চ ) সেনাবাহিনীকে তাদের সীমান্তে সিরিয়ার দিক থেকে বন্দুক চালানোর প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন। এরপর রাতভর সীমান্তে আরও মারাত্মক লড়াই শুরু হয়।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর জঙ্গিদের বিরুদ্ধে তাদের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে শনিবার (১৫ মার্চ) সিরিয়ায় প্রবেশ করে সিরিয়ার তিন সৈন্যকে অপহরণ করে লেবাননের মাটিতে হত্যা করার অভিযোগ আনার পর এই লড়াই শুরু হয়।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সীমান্তে দুই দিনের এই সংঘর্ষ বন্ধে সোমবার রাতে লেবানন ও সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা যুদ্ধবিরতিতে একমত হয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া সীমান্তে লেবাননও সৈন্য বাড়িয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের এই অভিযোগ প্রত্যাখ্যান করে এতে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করে। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়ার মনিটর জানিয়েছে, এ ঘটনায় হিজবুল্লাহ যুক্ত রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়।
আবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ান সৈন্য হিজবুল্লাহর সমাবেশকে লক্ষ্য করে শেল ছুড়েছে।
এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে তাদের সৈন্য সংখ্যা বাড়িয়ে চলছে।
সূত্র: আরব নিউজ