কালীগঞ্জে সড়কে গ্যাস সিলিন্ডার রেখে জনদুর্ভোগ সৃষ্টি, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সড়ক দখল করে গ্যাস সিলিন্ডার রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে নয়াবাজারে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
জরিমানা করা ব্যবসায়ী সাতানীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আল আমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার বিকেলে নয়াবাজার পরিদর্শনে যান। সে সময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করেন ব্যবসায়ী আল আমিন তার দোকানের সামনের সড়ক দখল করে গ্যাস সিলিন্ডার রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা পান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।