যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার ওই প্রস্তাব ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দিয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধের সুনির্দিষ্ট কোনো রূপরেখা না থাকায় এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
মঙ্গলবার (১৫ এপ্রিল) কায়রোতে অনুষ্ঠিত এ প্রস্তাব আলোচনার প্রস্তাবে কোনো সম্মতি না জানিয়ে কায়রো ত্যাগ করে হামাসের প্রতিনিধিরা।
হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘আলোচনার জন্য যে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে, তা হামাসসহ সব প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত হয়েছে এবং এটি আলোচনার জন্য উন্মুক্ত নয়।’
প্রস্তাবের কিছু শর্ত বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণের বিষয় নিয়ে ইতোমধ্যে আপত্তি জানানো হয়েছে। হামাসের পক্ষ থেকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানালেও অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানায় স্বাধীনতাকামী সংগঠনটি।
এ ছাড়া ইসরায়েল যুদ্ধে ৪৫ দিনের একটি সাময়িক বিরতি দিয়ে চায়। কিন্তু হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি। ফলে তেল আবিবের এমন প্রস্তাব হামাস নাকচ করে দিয়েছে হামাস। পাশাপাশি গাজা থেকে সকল ইসরায়েলি সেনা সরে যাওয়ার কোনো রূপরেখা না থাকারও আপত্তি জানায় হামাস।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে মঙ্গলবার (১৫ এপ্রিল) পর্যন্ত ৫১ হাজার ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা-অভিযানে গাজা নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
১৫ মাসের যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও মার্চেই তা ভেঙে যায়। এরপর ইসরায়েলি বাহিনী আবার অভিযানে নামে। শুরু হয় নারী-শিশুসহ নিরীহ মানুষকে হত্যা। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয় গোটা বিশ্ব। যুদ্ধ বন্ধের দাবিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে লাখো জনতা বিক্ষোভে ফেটে পড়েন।
এরপর ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করে। মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গতকাল সোমবার প্রস্তাবটি দেয় ইসরায়েল। মিসরের রাষ্ট্রসংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ টিভি এ কথা জানায়।
পরে ওই দিনই হামাস এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে এবং সর্বশেষ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।
এ ব্যাপারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, হামাসের চাওয়া ছিল ইসরায়েলকে হামলা ও বৈরিতা পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে, কিন্তু প্রস্তাবে তা আসেনি। নতুন প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণও চেয়েছে। কিন্তু এটা কখনো হামাস মানবে না বলে আবু জুহরি জানান। তিনি বলেন, ‘প্রতিরোধ বাহিনীর অস্ত্র হস্তান্তর এমন একটি শর্ত, যা নিয়ে আলোচনা তো বাদ, বিবেচনায়ও আনা যাবে না।’
হামাস চাইছে, ইসরায়েল যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিক এবং জানুয়ারিতে কার্যকর হওয়া তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজা ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করে নিক। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল ও গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না।
আবু জুহরি বলেন, ‘যুদ্ধ বন্ধ ও গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহারের বদলে একসঙ্গে সব জিম্মিকে হস্তান্তরে প্রস্তুত হামাস।’
সূত্র: বিবিসি