টঙ্গীর ‘ঝর্ণা ফেব্রিকস’ পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের রানি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা টঙ্গীতে নারী উদ্যোক্তা ঝর্ণা ইসলামের ‘ঝর্ণা ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন হাউস’ পরিদর্শন করেছেন।
বুধবার বিকেলে টঙ্গীর দত্তপাড়ায় ঝর্ণা ইসলামের বাড়িতে তার ফ্যাশন হাউস পরিদর্শনে করেন তিনি। এ সময় ঝর্ণা ইসলাম ডাচ রানিকে স্বাগত জানান। পরে রানি ম্যাক্সিমা ঝর্ণা ইসলামের সঙ্গে কথা বলেন এবং তার ফ্যাশন হাউস সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।