তুলার অর্থ নিয়ে সমস্যা, কুম্ভর প্রেমে হতাশা
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মনের মানুষের আকর্ষণে দিনটা আবদ্ধ হয়ে যেতে পারে। কর্মযোগে পরিকল্পনা। বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুতি।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মযোগে সহকর্মী দ্বারা বিভ্রান্ত হতে পারেন। ব্যবসায়ে আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গী নতুন ভাবে আপনার প্রেমে পড়তে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন)
উপহার প্রাপ্তি। দাম্পত্য জীবন শুভ। দিনটি কর্ম ব্যস্ততার মধ্যে কাটবে। বিদেশ ভ্রমণ। যাত্রাযোগ মঙ্গলময়।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমে অপ্রত্যাশিত মোড় আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। কর্মসূচীর পরিবর্তন। ব্যবসায়িক পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নিকট কোনো আত্মীয় দ্বারা উত্যক্ত হতে পারেন। কর্তাস্থানীয় কোনো ব্যক্তি আপনার প্রতি সহানুভূতিশীল হবেন। প্রেম শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে সহকর্মীর সহযোগিতায় ক্ষমতা ও সম্মান ফিরে আসতে পারে। আর্থিক যোগ শুভ। প্রেমে মিশ্র প্রতিক্রিয়া।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
উদ্বেগহীন আচরণের জন্য পরিবারে সমালোচনার সম্মুখীন হতে পারেন। আপনার ব্যবহার অপরের পছন্দ নাও হতে পারে। অর্থ নিয়ে সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার ওপর নির্ভশীল তাদের সহযোগিতা করতে পারেন। দিনটিতে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কর্মযোগ মিশ্র।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ। প্রিয়জনের আচরন অত্যন্ত সংবেদনশীল। সহকর্মীর দায়িত্বজ্ঞানহীনতা আপনাকে ভাবাবে। প্রেমে বাধা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলা। মেজাজ নিয়ন্ত্রহীণ। মানসিক ভাবে শক্তিশালী হলে তবেই সামলাতে পারবেন। প্রেম শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
গোপনীয় তথ্যগুলি ফাঁস হয়ে যেত পারে। ব্যবসায়ে অংশীদারীর সাথে বচসা বাধতে পারে। আর্থিক যোগ মিশ্র। প্রেমে হতাশা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামাজিক জীবন অবহেলা করতে পারেন। পরিবারে সাথে সময়হীন জীবন কাটতে পারে। কর্ম ব্যস্ততা হতাশ করতে পারে।