কাপাসিয়ার বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী আশরাফুল আটক
গাজীপুর কণ্ঠ : কাপাসিয়ার বানার হাওলা কদমতলা এলাকা থেকে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী আশরাফুলকে (২৯) আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক আশরাফুল উপজেলার বানার হাওলা গ্রামের ইসলাম খাঁন এর ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মেহিদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানার হাওলা কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।