আজকের রাশিফল, তারিখ- ০৩/০১/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মস্তিস্কপ্রসূত দুশ্চিন্তা। শারীরিক পরিশ্রমে আলসতা। উচ্চপদস্থদের থেকে কর্মে সতর্কতা। প্রেম নিয়ে দুশ্চিন্তা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে সক্ষমতা। ঊর্ধ্বতন ব্যক্তি কর্মে খুশি। পদোন্নতির সম্ভবনা। ব্যবসায়ে আর্থিক লাভ। পারিবারিক জীবন প্রাণবন্ত।
মিথুন: (২২মে – ২১ জুন)
সামাজিক ক্ষেত্রে সম্মানবৃদ্ধি। কর্মক্ষেত্রে সুফল। বিবাহযোগ্য সঙ্গীর সন্ধান। ভ্রমণের সম্ভাবনা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দিনটি মসৃণ নাও হতে পারে। পারিবারিক অশান্তি। কর্মে হতাশা। দুর্ঘটনাপ্রবণ যোগ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মানসিকভাবে প্রাণবন্ত। পরিবারের সঙ্গে সুসময়। প্রিয়জনের থেকে উপহার প্রাপ্তি। বিদেশ থেকে সুসংবাদ। আর্থিকযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আত্মবিশ্বাসে ঘাটতি। সিদ্ধান্তে সমস্যা। পরিবারে বাকবিতন্ডা। নেতিবাচক দৃষ্টিভঙ্গি।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রিয়জনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রবাসী আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ। ব্যবসায়ে সফলতা। আর্থিক লাভ। কাঙ্ক্ষিত সম্মান অর্জন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কর্মে সফল। পরিবার পরিকল্পনা। নমনীয় দৃষ্টিভঙ্গি। ব্যবসায়ে সাফল্য।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিদেশ ভ্রমণের পরিকল্পনা। বকেয়া অর্থপ্রাপ্তি। মনবাঞ্ছা পূরণ। কর্মে শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পারিবারিক অশান্তি। স্বাস্থ্যের অবনতি। ব্যয়বৃদ্ধি। প্রেমযোগ মিশ্র।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
গৃহে শুভ কাজ। প্রেমযোগ শুভ। কর্মে পদোন্নতি। শীতকালীন ব্যবসায় শুভ। আঘাত প্রাপ্তি।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে সক্ষমতা। আনন্দমুখর পরিবেশ। ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কর্মে খুশি। ব্যবসায়ে আর্থিক লাভের সম্ভাবনা।