তোমার দুষ্টু বাঁকা হাসিটায়, তুলোশী চক্রবর্তী
তোমার দুষ্টু বাঁকা হাসিটায়
————————-
বনবাসে থেকেও আমি
ভাবি মনে,হায়!
জনম জনম পারতাম যদি থাকতে
তোমার নরম কলিজায়।
ভালোবাসার নীল দরিয়া
এমন একটা দিন চায়,
উঠুক উন্মাদ ঢেউ আমার জন্য
তোমার মনের দরিয়ায়।
তুমি না এলে বন্ধু
মোর শূণ্য ভিটায়,
কে প্রদীপ জ্বালাবে বলো
অন্ধকার এই গুহায়।
তোমার বিরহে জ্বলে অঙ্গ
ধুলাতে লুটায়
মোর গুনে গুনে প্রহর কাটে
তোমাকে দেখার অপেক্ষায়।
গভীর যামিনীতে অসাড় যখন
হয় তোমার দেহ মন
নিদ্রা যখন আসে তোমার
মুদিলে নয়ন।
রেখো কিন্তুু আমায় তখন
তোমার নরম কলিজায়,
রাখিও বন্ধু মোরে, তোমার ঘুমন্ত ওষ্ঠ দ্বয়ের মাঝে
দুষ্টু বাঁকা হাসিটায়।
লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।
আরো কবিতা পড়ুন….