টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ ৮১টি স্থাপনা উচ্ছেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় থাকা অবৈধ ৮১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় এক একর জমি দখলমুক্ত করে।
টঙ্গী রেলস্টেশনের সামনে থেকে সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযানটি শুরু হয়। এরপর শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার পর্যন্ত গিয়ে বেলা তিনটার দিকে অভিযান শেষ হয়।
সরেজমিনে দেখা যায়, টঙ্গী রেলস্টেশনের সামনে থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে সারিবদ্ধ আধা-পাকা দোকানঘর। অভিযানে এসব দোকানসহ একটি দুতলা ভবন ভেঙে দেওয়া হয়। অবৈধ জায়গায় একটি স্কুলও আছে। বর্তমানে স্কুলেশিক্ষা কার্যক্রম চলমান থাকায় সেটিকে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর সেটিও ভেঙে ফেলা হবে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ বলেন, কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়াই স্বাভাবিকভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে।
রেলওয়ের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা অহিদুন্নবী বলেন, যদি কেউ উচ্ছেদ হওয়া জায়গায় পুনরায় দখলের চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।