দেশ প্রেম ও নৈতিক শিক্ষায় জীবন গড়তে হবে: শিক্ষামন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আধুনিক শিক্ষার পাশাপাশি দেশ প্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন গড়তে হবে। সচেতন নাগরিক হিসেবে সংস্কৃতি, নৈতিকতা শিখে শিশুদেরকে সত্যিকারে বাঙ্গালি হয়ে বিশ্বমানবিকতায় নজীর তৈরি করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ‘জাপান ইন্টারন্যাশনাল ড্রীম মডেল স্কুল’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে অমিত সম্ভবনা। সবার আক্সগুলের ছাপ যেমন এক নয় তেমনি প্রতিভাও এক রকম হয়না । বাবা-মাকে সচেতন হয়ে মাদক,সন্ত্রাস,জঙ্গি ও বাল্যবিবাহ থেকে দুরে রাখতে হবে। ধর্ম ভিরু হতে হবে ধর্মান্ধ নয়।সারা বিশ্বে হানাহানির মুল কারণ ধর্মান্ধতা। উন্নত সুখী সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে। আমাদের এগিয়ে যাওয়াকে ধরে রেখে উন্নত সম্বৃদ্ধ সুখী আলোকিত সোনার বাংলা গড়তে হবে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
গাজীপুর মহানগরের পূবাইল নারায়নকুলে প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি)’র যৌথ সহযোগিতায় ‘জাপান ইন্টারন্যাশনাল ড্রীম মডেল স্কুল’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুল কম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি(এমপি), জাপানের সংসদ সদস্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাপান ড্রীম মডেল স্কুল ও চেয়ারম্যান স্কুল এইড জাপান মিঃ মিকি ওয়ানাবে, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও স্কুল অধ্যক্ষ কাতসুশি ফুরুসাওয়া।