কালীগঞ্জে অগ্নিকান্ডে দোকান-বসতবাড়ি পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি
গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জের ভাদার্ত্তী গ্রামের মিল গেইট এলাকায় অগ্নিকান্ডে লেপ-তোশকের দোকান, তুলার গুদাম এবং বসতবাড়ি পুড়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে আগুণ নিয়ন্ত্রণে আসলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অগ্নিকান্ডে স্থানীয় মোস্তফা মিয়া, শামীম খান, মোশারফ হোসেন খান, সেন্টু খানের দোকানও তুলার গুদাম এবং মাসুদা বেগমের দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কাশেম জানান, শুক্রবার রাতে ভাদার্ত্তী গ্রামের মিল গেইট এলাকার একটি তুলার গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে পাশের লেপ-তোশকের দোকান এবং পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ১ টি বসতবাড়ীর ২টি রুম, ৪টি দোকান এবং তিনটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক সর্টসার্কিট, কয়েল বা সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে তাৎক্ষনিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ওই কর্মকর্তার।