কালীগঞ্জে চিকিৎসকদের পিপিই ও মাস্ক সরবরাহ করলেন ইউএনও শিবলী সাদিক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ১ হাজার পিস মাস্ক ও ১৫ সেট পিপিই সরবরাহ করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।
শনিবার (২৮মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে পিপিই ও মাস্ক তুলে দেন ইউএনও।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রসাশনের নিজস্ব ব্যবস্থাপনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মােহাম্মদ ছাদেকুর রহমানের কাছে ১ হাজার পিস মাস্ক ও ১৫ সেট পিপিই সরবরাহ করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার জন্য উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।