কালীগঞ্জে চিকিৎসকদের পিপিই ও মাস্ক সরবরাহ করলেন ইউএনও শিবলী সাদিক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ১ হাজার পিস মাস্ক ও ১৫ সেট পিপিই সরবরাহ করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক।

শনিবার (২৮মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে পিপিই ও মাস্ক তুলে দেন ইউএনও।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রসাশনের নিজস্ব ব্যবস্থাপনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. মােহাম্মদ ছাদেকুর রহমানের কাছে ১ হাজার পিস মাস্ক ও ১৫ সেট পিপিই সরবরাহ করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার জন্য উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button