করোনায় আক্রান্ত হয়ে পোশাক কারখানার মালিকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান প্রিন্স গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তাসলিম আক্তার নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯)এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সরকারিভাবে তার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন হবে।
বিজিএমইএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।