কালীগঞ্জের ‘ইয়াবা সম্রাট’ আনোয়ার ইয়াবাসহ আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের ‘ইয়াবা সম্রাট’ আনোয়ার হোসেনকে (৩৫) ইয়াবাসহ আটক করছে পুলিশ।
শনিবার বিকেলে পৌরসভার তুমুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী কামাল।
আটক আনোয়ার হোসেন পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আটক আনোয়ার এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। এর আগেও আনোয়ারকে অসংখ্যবার ইায়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তাকে ছাড়াতে থানায় তদবির চলছে বলেও জানান স্থানীয়রা।
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান বলেন, এএসআই কাজী কামাল আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে এসেছে। আনোয়ার থানার লকআপে রয়েছে।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী কামাল বলেন, শনিবার বিকেলে আনোয়ার হোসেনকে ইায়াবাসহ আটক করা হয়েছে। আটক করার সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
‘তবে কত পিস ইায়াব জব্দ করা হয়েছে রহস্যজনক কারণে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি’।
আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই কাজী কামাল।