মঙ্গলবারের রাশিফল, তারিখ- ০৫/০২/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পুরনো রোগের উপশম দেখা দিতে পারে। আয় বৃদ্ধির কারণে মন আনন্দ। পুরনো প্রাপ্তি। প্রেমে সমস্যা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মানসিক অবসাদ। ফটকা ব্যবসায় লাভ। রক্তপাতের যোগ। কর্মস্থানে গোলযোগ। প্রেমযোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
তর্কবিতর্কের ফলে রক্তচাপ বৃদ্ধি। একঘেয়েমি কাটাতে ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীদের সঙ্গে ঐক্যতা বজায়। প্রেম শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
মানসিক উত্তেজনা বৃদ্ধি। প্রেম নিয়ে সমস্যা। পুরনো ইচ্ছা পূরণ। গুরুত্বপূর্ণ কাজে পরিবারের হস্তক্ষেপ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
অতিরিক্ত রসিকতাই আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়ে ঝুঁকি। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রতিবাদী মনোভাব। ব্যবসায় বিশেষ সুবিধা পেতে পারেন। মামলা মোকদ্দমায় জড়িয়ে পরতে পারেন। প্রেম নিয়ে উদ্বেগ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পাওনা অর্থ পাওয়ার সবুজ সংকেত। পুরনো সহকর্মীর সঙ্গে দেখা হতে পারে। কথা রাখতে ভুলে যেতে পারেন। প্রেমে সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
উন্নতির প্রচেষ্টা সফলতা। সম্পত্তি কেনা বেচায় শুভ। অপমানিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অশোভন আচরণ করে ফেলতে পারেন। কর্মে অভিজ্ঞতা ব্যবহার। প্রেমে জটিলতা। যাত্রাযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে শুভ। প্রেমে সফলতা। কর্মে বাধা থাকলেও কেটে যাবে। ভ্রমণের সুযোগ। প্রেমে জটিলতা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে করুণার পাত্র হতে পারেন। দিনের মধ্য ভাগে প্রয়োজনীয় কাজ মিটিয়ে নেওয়াই ভাল। সুখবর পেতে পারেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মক্ষেত্রে ব্যস্ততা। নীতি কথা বলার জন্য অপদস্থ হতে পারেন। পরিবারে অতিরিক্ত চাহিদা দুশ্চিন্তার কারণ হতে পারে।