ব্যয় বাড়বে বৃষের, তীর্থ ভ্রমণে বাধা আসবে কন্যার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : গায়ের ব্যথা বাড়বে। তীর্থ যাত্রার ইচ্ছা জাগবে। আয় বাড়বে ও সম্পদ বৃদ্ধি হবে।
তুলা : স্ত্রীর শরীরে ব্যথা ও হৃদরোগ বাড়বে। ভূসম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। শত্রুরা বিশেষ করে সরকারি প্রশাসকরা সম্পদ গ্রাসের চেষ্টা করবে।
বৃষ : যৌনব্যাধি বাড়বে। ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। ব্যয় বাড়বে।
বৃশ্চিক : বুকের নানা রোগ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। আয় বাড়বে।
মিথুন : নিজের পেটের পীড়া এবং স্ত্রীর গায়ের ব্যথা বাড়বে। মনে অতৃপ্তি থাকলেও সম্পদ বৃদ্ধি হবে। ধর্মীয় কাজে সম্মান বাড়বে।
কর্কট : ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। জমির সঙ্গে সম্পর্কিত কাজে লাভ হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ : তীর্থ ভ্রমণ কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমের আশা আংশিক পূরণ হবে।
কন্যা : তীর্থ ভ্রমণে বাধা আসবে। মায়ের গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
ধনু : স্বামী-স্ত্রী উভয়ের রোগ বৃদ্ধির পরিবেশ বিরাজ করবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। মন ধর্মের দিকে ঝুঁকে পড়বে।
মকর : ভূমিতে অর্থলগ্নি হবে। মায়ের কঠিন রোগ আক্রমণ করতে পারে। বন্ধুর জন্য খরচ বাড়বে।
কুম্ভ : বর্তমান বাসা বদল হতে পারে। সম্পদ বৃদ্ধির যোগ আছে। ধর্মীয় কাজে স্বল্প ভ্রমণ হতে পারে।
মীন : আয় ও সম্পদ বাড়বে। ধর্মীয় ও জমির কাজে ব্যস্ততা বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।