কাপাসিয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার নসিমপুর এলাকায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, নসিমপুর এলাকার নূরুজ্জামান তার কারখানায় পুরাতন নষ্ট গুড়ের সাথে চিনি ও খাবার সোডা (বেকিং পাউডার) মিশিয়ে নতুন করে গুড় তৈরি করে বাজারজজাত করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখান অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় ১৭ বস্তা চিনি, আনুমানিক ২০ বস্তা পুরাতন নষ্ট গুড় পাওয়া যায়। এসব উপকরণ দিয়ে গুড় তৈরির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ওই ২০ বস্তা নষ্ট গুড় এবং নমুনা হিসেবে এক বস্তা চিনি জব্দ করা হয়েছে।