ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৩২০ জন, মৃত্যু হয়েছে ৯৫ জন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগেই প্রায় ৬০ হাজারে পৌঁছে গেল ভারত জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৩২০ জনের করোনা ধরা পড়েছে। তার জেরে ভারতে এখন আক্রান্ত ৫৯ হাজার ৬৬২ জন। মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। এখনও পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৮১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

গোটা ভারতে সংক্রমিতের তিন ভাগের এক ভাগ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রেই। সেখানে আক্রান্ত ১৯ হাজার ৬৩ জন। এর মধ্যে শুধু মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৭৩১ জন। ২০০ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। ১৬০ জন মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে। ১০১ জনের মৃত্যু হয়েছে রাজস্থানেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ৭০ শতাংশ রোগী কো-মর্বিডিটির কারণেই মারা গিয়েছেন।

আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত (৭,৪০২)। তার পরে রয়েছে দিল্লি (৬,৩১৮)। তামিলনা়ডুতেও আক্রান্তের সংখ্যা ছ’হাজার ছাড়িয়ে গিয়েছে। এ ছাড়া রাজস্থান (৩,৫৭৯), মধ্যপ্রদেশ (৩,৩৪১), উত্তরপ্রদেশ (৩,২১৪)-এও আক্রান্তের সংখ্যা বা়ডছে। আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি বা তার কাছাকাছি পৌঁছেছে অন্ধ্রপ্রদেশ (১,৮৮৭) ও পঞ্জাবে (১,৭৩১)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button