কালীগঞ্জে ‘সরকারি নির্দেশনা’ অমান্য করে দোকান পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘সরকারি নির্দেশনা’ অমান্য করে দোকান পরিচালনা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২২ মে) দুুপুরে কালীগঞ্জ বাজারে অবস্থিত খাঁন প্লাজায় (ফেরদৌস মার্কেট) এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘সরকারি নির্দেশনা’ অমান্য করে কালীগঞ্জ বাজারের খাঁন প্লাজায় (ফেরদৌস মার্কেট) স্বাস্থ্য বিধি না মেনেই দোকান পরিচালনা করার দায়ে শুক্রবার দুুপুরে সম্রাট বস্ত্রালয়, মৌ কসমেটিক্স, রফিক সুজ এবং শুভ বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্রাট বস্ত্রালয় ১০ হাজার টাকা, মৌ কসমেটিক্সে ৫ হাজার টাকা, রফিক সুজ ৫ হাজার টাকা এবং শুভ বস্ত্রালয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কালীগঞ্জ বাজারের প্রায় প্রতিটি দোকানেই পরিচালনা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনেই প্রতিটি দোকানেই মানুষের ভিড় লেগে থাকে সব সময়। নানা বয়সের নারী-পুুরুষ শিশু ও বাচ্চাদের নিয়ে শপিং করতে এসে একদিকে যেমন সরকারি নির্দেশনা অমান্য করছে অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বাড়াচ্ছে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম আলম বলেন, কালীগঞ্জ বাজারে অবস্থিত খাঁন প্লাজায় স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান পরিচালনার দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনূ্যায়ী পাঁচ দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরো জানতে…………..
কালীগঞ্জে ‘স্বাস্থ্য বিধি অমান্য’ করে দোকান পরিচালনা, ১০ হাজার টাকা জরিমানা