এসেছেন বিদ্যা দেবী, জ্ঞানদাত্রী দেবী সরস্বতী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এক বছর পর আবারও এসেছেন বিদ্যা দেবী, জ্ঞানদাত্রী দেবী সরস্বতী। বাংলাদেশে প্রতিটি হিন্দু ধর্মবলম্বী ঘরে, মন্দিরে, শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
এর পাশাপাশি বর্ণাঢ্যভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ পূজার আয়োজন করা হয়েছে। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী। সনাতন ধর্মাবম্বলীদের অন্যতম প্রধান উত্সব এই সরস্বতী পূজা।
ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা পালনের দিন। সনাতনী প্রতিটি পরিবার গুরুত্বের সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করে থাকে।
এছাড়া বিদ্যার দেবীর কৃপা লাভের আশায় মন্ত্রপাঠ আর পূজা অর্চনা করা হবে। দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা।
এই উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে চলবে বিদ্যা ও সংগীতের দেবীর আরাধনা।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ইনস্টিটিউশনসহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ আয়োজন।