কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের এক হাজতির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হাজতি সারওয়ার ওরফে সোহাগ (৩৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা ১১ টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত বন্দি সারওয়ার ওরফে সোহাগ মাদারীপুরের কালকিনি থানার লক্ষীপুর পক্ষীরু এলাকার আব্দুল মাজেদ হোসেনের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার সকালে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাজতি সারওয়ার ওরফে সোহাগ। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে তাঁর অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত বন্দি লালবাগ থানায় ২০১৮ সালের একটি মাদক মামলায় গত বছরের অক্টোবর মাস থেকে এ কারাগারে বন্দী ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।