ব্যাংকে টাকা সঞ্চয় বাড়বে সিংহের, মনোবল এখনো দুর্বল থাকবে মকরের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। ছোট ভাইয়ের অথবা আত্মীয়দের জন্য অর্থ খরচ হবে। বিদেশ যাত্রা শুভ।
বৃষ : মানসিক দুর্বলতা কিছুটা কমে যাবে। ব্যবসায় উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাওয়া যাবে।
মিথুন : বস্ত্র ও প্রকাশনা শিল্পে গতি আসবে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে।
কর্কট : পিতার ঠান্ডা ও সড়বায়ু পীড়ার আশঙ্কা আছে। ব্যবসায় অর্থ লগ্নি বাড়বে। পোশাক-পরিচ্ছেদে খরচ বাড়বে।
সিংহ : স্ত্রীর আয় বাড়বে। ব্যাংকে টাকা সঞ্চয় বাড়বে। দলিলপত্রের বাধাগ্রস্ত কাজ ভালোভাবেই সম্পনড়ব হবে।
কন্যা : বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে। সাংবাদিকদের কাজের পরিধি বাড়বে। বিদেশ ভ্রমণ শুভ হবে।
তুলা : ঠান্ডা ও স্নায়ু রোগ বাড়বে। পিতা নানা রোগে আক্রান্ত হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে।
বৃশ্চিক : স্ত্রীর আয় বাড়বে। সন্তানের স্নায়ুপীড়া বাড়বে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : মায়ের স্নায়ু দুর্বলতা দেখা দেবে। বন্ধুরা ব্যবসায় সহযোগিতা করবে। স্ত্রীর স্নায়ুরোগ ও দুর্ঘটনা যোগ আছে।
মকর : স্নায়ু দুর্বলতা ও হৃদরোগের যোগ আছে। ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ শুভ হবে। মনোবল এখনো দুর্বল থাকবে।
কুম্ভ : পরিবারের সদস্যদের পোশাক-পরিচ্ছেদে ব্যয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
মীন : বিদেশ যাত্রার ছাড়পত্র পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুর সাহায্যে ভ্রমণ যোগ আছে।