পাওনা আদায় হবে না বৃশ্চিকের, কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে কন্যার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ঠান্ডাজনিত রোগ ভয় আছে। রক্তচাপ কম-বেশি হতে পারে। ছোট ভাইবোনের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : আয় বাড়বে। ভ্রমণ ব্যয়ও বাড়বে। পরিবারে অতৃপ্তি বিরাজ করবে।
মিথুন : রক্তচাপ ও হৃদরোগ বাড়তে পারে। মনে তৃপ্তি পাওয়া দুরূহ হবে। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে।
কর্কট : চাকরিক্ষেত্রে সম্মান বা পদোণ্ণতি হতে পারে। ওষুধ ব্যবসায় পুঁজি লগিড়ব হতে পারে। কর্মে গতি পাওয়া যাবে।
সিংহ : পিতার হৃদরোগ বাড়তে পারে। দূর ভ্রমণে কাজের সুফল আসবে। নগদ অর্থ সঞ্চয়ের যোগ আছে।
কন্যা : কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে। ওষুধ ও মেশিনারি ব্যবসা ভালো চলবে। স্ত্রীর আয় বাড়বে।
তুলা : মধ্যম ভ্রমণ লাভজনক হবে। স্ত্রী রোগে পড়তে পারে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন।
বৃশ্চিক : উচ্চ রক্তচাপ কষ্টদায়ক হবে। পাওনা আদায় হবে না। স্ত্রীর আয় বাড়তে পারে।
ধনু : সন্তানের স্বাস্থ্য উদ্ধারের জন্য ভ্রমণ হতে পারে। স্ত্রীও নানা রোগে আক্রান্ত হতে পারে। গোপন শত্রুরা বিপদে ফেলতে চেষ্টা করবে।
মকর : মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। নিজের হৃদরোগ বাড়তে পারে। পেট ও মাংসপেশি দুর্বল হতে পারে।
কুম্ভ : ছোট ভাইবোনকে আগুন ও পানি থেকে সাবধানে রাখুন। স্বল্প ভ্রমণ শুভ হবে। সন্তানের স্বাস্থ্য ভালো নয়।
মীন : আয়-উপার্জন বাড়বে। মায়ের শরীর ভালো থাকবে না। সংসারে শান্তি বিরাজ করবে।