‘মুজিব কোট’ পরে সংসদের বাজেট অধিবেশনে বিএনপির এমপি হারুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের মহামারীতে সাতদিন বিরতির আজ মঙ্গলবার সকালে সংসদের বাজেট অধিবেশনের মূলতবি বৈঠক শুরু হয়েছে। সংসদে যোগ দিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। এসময় তার পরনে ‘মুজিব কোট‘ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাজেট অধিবেশনে ‘মুজিব কোট’ পরে যোগ দেন তিনি। সংসদে এর আগের কার্যদিবসে ‘দেরিতে’ যোগ দেয়ায় বক্তব্যের সময় দিতে চাইছিলেন না স্পিকার। পরে অবশ্য কথা বলেন তিনি।

চাপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বাজেট অধিবেশনে সংসদে উপস্থিত আছেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত হাতাকাটা, উঁচু-গলা বিশিষ্ট ও নিম্ন অংশে দুটি পকেট ও পাঁচ বা ছয় বোতাম সমেত নকশাকৃত এই পোশাকটি এরই মধ্যে একটি আইকন হিসাবে স্বীকৃত। বিশেষ করে আওয়ামী লীগের নেতারা তাদের নেতার আদর্শ ও ঐতিহ্য ধারনের অংশ হিসেবে মুজিব কোট ব্যবহার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button