করোনা থেকে সুস্থ হলেও ভুগতে হতে পারে দীর্ঘদিন : গবেষণা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত মানবসভ্যতা। যদিও এ ভাইরাসে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। তবে হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন ভাইরাসটির বিভিন্ন উপসর্গে ভুগতে হতে পারে।
সম্প্রতি জার্নাল অফ মেডিকেল ভাইরোলজি’তে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে আসে।
হাসপাতাল থেকে সুস্থ হওয়া করোনায় আক্রান্ত প্রায় দুই মাস পর্যবেক্ষণ করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।
ওই গবেষণায় দেখা গেছে, যেসব করোনা রোগী একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তারা সুস্থ হওয়ার পরও তাদের শরীরে ভাইরাসের উপসর্গ থেকে যাচ্ছে। শরীরে দীর্ঘদিন পর্যন্ত এই ভাইরাস থাকতে পারে বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়।
ওই গবেষণা পত্রে দাবি করা হয়, শ্বাসকষ্ট ও মানসিক সমস্যা (পিটিএসডি বা বা পোস্ট ট্রমাটিক ডিসওর্ডার) থাকতে পারে। বিশেষ করে যারা হাসপাতালে আইসিইউ’তে ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আরো বেশি হতে পারে।
ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডস’র অধ্যাপক ও গবেষক মনোজ শিভান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর নতুন নতুন কী উপসর্গ বা রোগ দেখা দিচ্ছে, সে সম্পর্কে এখনো চিকিৎসমহলে স্পষ্ট তথ্য নেই। হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর তাদের কী সমস্যা হচ্ছে সেটা বোঝা দরকার।
তিনি আরো বলেন, ‘মনে করা হচ্ছে, হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পরেও সম্পূর্ণ সুস্থ হতে করোনায় আক্রান্ত ব্যক্তিকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর সেই সময়টায় তার পাশে থাকাটা একান্তই দরকার। এ সময় তার বিশেষজ্ঞের মতামত নেয়ার দরকার। এই গবেষণা অসুস্থ মানুষটির প্রয়োজন সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করবে। মানব জাতির কল্যাণে এই গবেষণা উল্লেখযোগ্য ভূমিকা নেবে।’
এই গবেষণার জন্য ১০০ জন করোনা রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর আট সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করা হয়।
এতে দেখা গেছে, তাদের মধ্যে ৩২ জন্য ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের আবারো আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। এছাড়া বাকি ৬৮ জনকে সাধারণভাবে হাসপাতালে ভর্তি করতে হয়। আর এদের মধ্যে যারা আইসিইউ’তে ছিলেন, তাদের ৭২ শতাংশের শরীরে একাধিক উপসর্গ দেখা দিয়েছে।