বেড়েই চলছে গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের গতি, নতুন শনাক্ত ৩৭ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বেড়েই চলছে গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের গতি। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৭ জন। সব মিলিয়ে পুরো জেলায় শনাক্তের সংখ্যা এখন ৪ হাজার ৭৪১ জন। এ পর্যন্ত গাজীপুরে কোভিড-১৯-এ মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

সোমবার (২৫ আগস্ট) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, ‘শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ২ হাজার ৮৩২ জন, এরপর শ্রীপুরে ৫৭৪ জন, কালিয়াকৈরে ৫৫০, কালীগঞ্জে ৪৪৩ জন এবং কাপাসিয়ায় ৩৪২ জন’।

সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ১৫৭ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩৭ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ১৯ জন, শ্রীপুরে ৯ জন, কাপাসিয়ায় ৬ জন, কালীগঞ্জে ২ জন এবং কালিয়াকৈরে ১ জন’।

তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৩৩ হাজার ৮১০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪১ জনের’।

কোভিডে শনাক্তের পাশাপাশি কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৩ হাজার ৯১ জন সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button