কর্মযোগ হঠাৎ বন্ধ হবে কন্যার, প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে কুম্ভর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : স্বল্প ভ্রমণ বাতিল হবে। ঝামেলা জমতে থাকবে। আত্মীয়দের জন্য অতৃপ্তি বাড়বে।
বৃষ : হঠাৎ হঠাৎ আয় হবে। সংসারে একটু অতৃপ্তি থাকবে। আয় থেকে ব্যয় বাড়বে।
মিথুন : পেটের পীড়া মাথা চাড়া দিয়ে উঠবে। মনে অশান্তি থাকবে। তবে বাড়ি সংস্কারের কাজ চলবে।
কর্কট : যৌন দুর্বলতা দেখা দেবে। ব্যবসার পুঁজি ধ্বংসের পথে যাবে। কর্মক্ষেত্রের ঝামেলা কমবে।
সিংহ : হৃদ দুর্বলতা থেকে যাবে। হঠাৎ অর্থ সঞ্চয় হবে। আশা পূরণ বাধাগ্রস্ত হবে।
কন্যা : স্নায়ু দুর্বলতা দেখা দেবে। কর্মযোগ হঠাৎ বন্ধ হবে। তবে খাদ্যদ্রব্যের কারবার চলতে পারে।
তুলা : স্ত্রীর শারীরিক পীড়া বেড়ে যেতে পারে। বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হবে। পিতার পেটের রোগ বাড়বে।
বৃশ্চিক : হঠাৎ স্ত্রীর আয় বাড়বে। সন্তানের বিদেশ যাত্রা বাতিল হবে। ছোট ভাইবোনের পেটের পীড়া আক্রমণ করবে।
ধনু : স্ত্রীর পেটের রোগ বেড়ে যবে এবং তার বিদেশ ভ্রমণ বাতিল হবে। ঠান্ডায় তার কষ্ট বাড়বে।
মকর : চর্মরোগ বিরক্ত করবে। ঠান্ডা ও পেটের পীড়া একত্রে আμমণ করবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : সন্তানের ঠান্ডা ও পেটের রোগ কষ্ট দেবে। প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে। সন্তানের ভ্রমণ বাতিল হবে।
মীন : মায়ের ঠান্ডা ও পেটের রোগ বাড়বে। বন্ধুরা অতৃপ্তি নিয়ে আসবে। সংসারে ঝামেলা থাকবে।



