ভারতে লোকসভার অন্তত ১৭ সাংসদের করোনা রিপোর্ট পজেটিভ, বাড়ছে উদ্বেগ
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় লোকসভার ১৭ জন সাংসদের রিপোর্ট পজেটিভ এল। রোববার ও সোমবার তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তবে তাঁরা অধিবেশনে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে এখনও জানা যায়নি।
করোনা সংক্রমণের জন্য এ বার বাদল অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। সাংসদদের বসার ব্যবস্থা থেকে শুরু করে সংসদের উভয় কক্ষের অধিবেশনের কার্যপদ্ধতিতেও অনেক রদবদল করা হয়েছে। তার অঙ্গ হিসেবেই প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। সেই অনুযায়ী দু’দিন তাঁদের করোনা পরীক্ষা করা হয়।
জানা গিয়েছে, পজেটিভ রিপোর্ট আসা সাংসদদের মধ্যে বেশির ভাগ বিজেপির। দলের ১২ জন সাংসদের শরীরে করোনার জীবাণু মিলেছে। অন্য দলের মধ্যে ওয়াইএসআর কংগ্রেসের দু’জন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপি-র এক জন করে সাংসদের রিপোর্ট পজেটিভ।