করোনায় শহীদ দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ডিএমপি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জীবন উৎসর্গ করা সদস্যদের মধ্য থেকে শহীদ দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ গোলাম সবুর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের শহীদ দুই পুলিশ সদস্য কনস্টবল মোঃ আক্তার হোসেন ও কনস্টবল দেওয়ান মোঃ নূরে আলম সিদ্দিকী এর পরিবারকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ইতোপূর্বেও করোনা ভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
সূত্র: ডিএমপি নিউজ