খাদ্য দ্রব্যে খরচ বাড়বে সিংহের, বিদেশ যাত্রা যোগ আছে মকরের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : দূরদেশ ভ্রমণ যোগ আছে। বৈদেশিক বাণিজ্য বেড়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : পেটের পীড়া থাকলেও স্ত্রীর আয় বেড়ে যাবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। দ্রুত বিদেশ ভ্রমণ হবে।
মিথুন : স্ত্রীর আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। নিজের ব্যয় বাড়বে।
কর্কট : ডায়াবেটিস বাড়তে পারে। দূরদেশ যাত্রা হবে। স্ত্রীর ঠান্ডাজনিত রোগ ভোগ আছে।
সিংহ : ঠান্ডাজনিত নানা রোগ কষ্ট দেবে। আয় বাড়তে পারে। খাদ্য দ্রব্যে খরচ বাড়বে।
কন্যা : রক্তচাপজনিত সমস্যা দেখা দেবে। সন্তানের বিদেশ যাত্রা নির্ধারিত হবে। সংসারে শান্তি থাকবে।
তুলা : দাম্পত্য কলহ মিটবে না। সড়বায়ু দুর্বলতা দেখা দেবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক : গায়ে ব্যথাসহ অলসতা দেখা দেবে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। আশা পূরণ হবে।
ধনু : স্নায়ু দুর্বলতা থাকলেও আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।
মকর : ঠান্ডাজনিত রোগ ভোগ আছে। বিদেশ যাত্রা যোগ আছে। আয় থেকে ব্যয় বেশি হবে।
কুম্ভ : সম্পদের জন্য বিদেশ ভ্রমণ হবে। ব্যয় বাড়বে। যৌন রোগ আক্রমণ করতে পারে।
মীন : প্রকাশ্য শত্রুরা তৎপর থাকলেও কিছুই ক্ষতি করতে পারবে না। সংসারে সামান্য দ্বন্দ্ব দেখা দিতে পারে। প্রেম-রোমাঞ্চ শুভ।